কোরবানী||
ডিএম- শাহ আলম
————————–
প্রতিদিনই পাচঁ ওয়াক্ত
আল্লাহ ডাকে বারে বার,
হয়না সময় মসজিদে যাই
সময় নেই যে তাকাবার।।
লোক সমাজে হীন লাগে
এবার না দিলে কোরবানী,
দাওনি যাকাত করনি হজ্ব
তোমার হয়না মানের হানি।।
লোক সমাজে কথায় কথায়
শোনাও ইসলামেরী বয়ান,
উপস্হিতি মসজিদে নেই
ছুয়ে দেখোনি কোরআন।।
নামাজ রোজা পাচঁ কালেমা
এখনও আকড়েঁ ধর তুমি,
দারিদ্রতায় হজ্ব যাকাত
তোমার হবেনা কোরবানী।।
সালাত সিয়াম হজ্ব যাকাত
আল্লাহ করে দিলো সহজ,
ঋন করিয়া হয়না যাকাত
হবেনা কোরবানী ও হজ্ব।।
—————-@—————–